রেডক্রিসেন্টর মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় রেডক্রস রেডক্রিসেন্টর মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় সমাপনী দিনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনিম উদ দৌলা চৌধুরী। এসময় জেলা শিক্ষা অফিসার মুখলেছুর রহমান আকন্দ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ হাসান মাহমুদ সান্টু, নির্বাহী সদস্য আশিক আহমেদ ফারুক প্রমুখ। তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর ৩৫ জন ছাত্রী প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়সহ রেডক্রস রেডক্রিসেন্টের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন রেক্রিসেন্টের প্রশিক্ষক মেহেদি হাসান, আবদুর রাকিব, ওহিদুজ্জামান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৮-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৮-১৬