সপ্তাহব্যাপি ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশুপার্ক চত্বরে সোমবার সপ্তাহব্যাপি ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপি ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সাজদার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, কল্যানপুর হটিকালচার সেন্টারের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যাণতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা, জেলা তথ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।
উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। এ উপলক্ষে মেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বেলালউদ্দিন, জেলা শষ্য বিশেষজ্ঞ কর্মকর্তা সামস ই তাবরিজ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. এম আজিজুর রহমান, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান।
মেলায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, বন বিভাগ, মা সিডি ভার্মি কম্পোষ্ট, মনামিনা কৃষি খামার, গৃহ উদ্যান নার্সারী, জননী নার্সারী, বাসার বনসাই, লাক্ষা গবেষনা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ উদ্যানত্বত্ত গবেষণা কেন্দ্র, গ্রামীন নার্সারী, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ফলদ ও বনজ গাছের ৩২টি স্টল বসেছে।
এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান,  ‘অর্থ পূষ্টি স্বাস্থ্য চান দেশী ফল বেশী করে খান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ^াস ।
 সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভুমি) সরকার অসিম কুমার’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নী, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, নাচোল থানার অফিসার ইনচার্জ  ফাছির উদ্দিন।
অনুষ্ঠানে গ্রাম ও আবাসন প্রকল্পের প্রতিটি পরিবারের মাঝে বিনা মূল্যে ৪০০টি বেদানা, ৩০০টি মিষ্ট আমড়া ও ১০০টি আর্মরপালী চারা ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) সদস্যের মাধ্যমে কৃষক/কৃষানীদের মাঝে বিনা মূল্যে ৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বৃক্ষ মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, উপজেলা কৃষি অফিস, সামাজিন বনায়ন, বিভিন্ন এনজিওসহ ১৭টি স্টল এ মেলায় অংশগ্রহন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৮-১৬

,