খাবার ওজনে কম দেয়ার দায়ে জরিমানা দিলো নবাব মিষ্টান্ন ভান্ডার ও আলাউদ্দীন হোটেল এন্ড রেস্টুরেন্ট

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট ও শহীদ সাটু হল মার্কেটের দুটি খাবার (মিষ্টির) দোকানে অভিযান চালিয়ে ওজনে কারচূপির অভিযোগে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। খাবার দোকান দু’টি হচ্ছে, শহরের নিউ মার্কেটের ‘নবাব মিষ্টান্ন ভান্ডার’ ও শহীদ সাটু হল মার্কেটের ‘আলাউদ্দিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে’।
বুধবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম জানান, বিকেলে ১৯৮২ সালের ওজন ও পরিমাপের বিশেষ অধ্যাদেশের ৪৫ ধারায় শহরের নিউ মার্কেটের ‘নবাব মিষ্টান্ন ভান্ডার’ ও শহীদ সাটু হল মার্কেটের ‘আলাউদ্দিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে’ অভিযান চালানো হয়। এসময় আলাউদ্দিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে এক কেজি ১০০ গ্রাম দই এর পাত্রে ২০০ গ্রাম দই ওজনে কম পাওয়া যায়। অন্যদিকে নবাব মিষ্টান্ন ভান্ডারেও এক কেজি ওজনের দই এর পাত্রে ১৬৪ গ্রাম দই ওজন কম পাওয়া যায়। ওজনে কারচুপির অভিযোগে এ দুই দোকান মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালের নিউমার্কেট এলাকার বেশ কিছু মুদি দোকানেও অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৮-১৬