তৃণমূল পর্যায়ে ভলিবল বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচী’র উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রবিবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ভলিবল খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। এতে ৪২ জন খেলোয়াড়ের মধ্যে থেকে ১৫ জন খেলোয়াড় কে নির্বাচিত করা হয়। এদের নিয়ে ২৮ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, নির্বাহী সদস্য মশিউর রহমান মিটু, শেখ ফরিদ সায়েম, সাধারণ পরিষদ সদস্য জালাল উদ্দীনসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোচ তারিকুল ইসলাম। তাকে সহযোগিতা করছেন স্থানীয় কোচ হুমায়ন কবির


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/২৮-০৮-১৬