দুই সাংবাদিকসহ চারজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকসহ চারজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। শনিবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
প্রায় একঘন্টা ধরে চলা মানববন্ধনে বিভিন্ন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আব্দুল হান্নান, নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জমান মনির, প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি খায়রুল আলম বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক রফিক হাসান বাবলু, আদিবাসী নেতা হিংগু মুরমু, বাবুডাইং আদিবাসী গ্রামের নেতা সুরেন কোল টুডু, চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক চাই’র যুগ্ম সম্পাদক মোহা. শাহজাহান, থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, ছাত্রনেতা আব্দুল মজিদ প্রমূখ। সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর।
বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ভূমিদস্যু সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করেছে তা অত্যন্ত ন্যক্কারজনক। অবিলম্বের টি. ইসলামসহ হামলাকারীদের গ্রেফতার করতে হবে।
গত শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মানিকাড়া গ্রামে পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলায় আহত হন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, দৈনিক খোলা কাগজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আব্দুর রব নাহিদসহ আরো দুইজন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৮-১৬