গোমস্তাপুরে জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা
“জঙ্গীবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক” শ্লে¬াগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার কে.এম আলমগীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রসাশক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এরশাদ হোসেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল এটিএম মাইনুল ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শাহীন কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান নুরুননেসা বাবলী, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান আনসারী, রাধারনগর ইউপি চেয়ারম্যান মামনুর রশিদ, ইউপি সদস্য আব্দুল লতিফ, ইমাম জহরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, কিছু লোকের কাছে স্বাধীন দেশের ১৬ কোটি মানুষ জিম্মি নয়। তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যমত ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৭-০৮-১৬
বক্তারা বলেন, কিছু লোকের কাছে স্বাধীন দেশের ১৬ কোটি মানুষ জিম্মি নয়। তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যমত ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৭-০৮-১৬