শাহ নেয়ামতুল্লাহ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রী শ্রেণীর ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পৌর মেয়র সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শরিফুল আলম, গভর্নিং বডি সদস্য জহুরুল ইসলাম, শফিকুল আলম, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে মাণপত্র পাঠ করেন দ্বিতীয় বর্ষের ছাত্র আবু বাক্কার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের আয়োজনে ও পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালণা করেন ইংরেজী বিভাগের প্রভাষক বিলকিস আরা বানু ও নওসাবাহ নেহা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৮-১৬
অনুষ্ঠানে মাণপত্র পাঠ করেন দ্বিতীয় বর্ষের ছাত্র আবু বাক্কার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের আয়োজনে ও পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালণা করেন ইংরেজী বিভাগের প্রভাষক বিলকিস আরা বানু ও নওসাবাহ নেহা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৮-১৬