রেল স্টেশনের চন্ডীতলায় সন্ত্রাসীদের ককটেল হামলায় ৪ জন আহত

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন সংলগ্ন চন্ডীতলা এলাকায় শনিবার বিকালে অন্তত ৪/৫টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এতে ৪ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনকে মারাত্মকভাবে আহত ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, আতাহার এলাকার সেলিম উদ্দীনের ছেলে নাহিদ (২৫), চন্ডীতলা এলাকার আজিজুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (৪০), আলীনগর এলাকার গুলজার আলীর ছেলে সাদরুল (৩০) ও হুজরাপুর এলাকার মোহাম্মদ বিশু (৫৫)।
স্থানীয়রা জানান, শনিবার বিকাল ৪ টার দিকে দূর্বৃত্তরা চন্ডিতলা এলাকায় এসে পরপর ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটনায়। এতে ওই এলাকায় মানুষ ভয়ে ছোটাছোটি করতে থাকে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক, ডা. রুহুল আমীন জানান, চন্ডীতলার ঘটনায় হাসপাতালে ৪ জন চিকিৎসা নিয়েছেন, এদের মধ্যে গুরুতর আহত নাহিদের ডান চোখ ইসপ্লিন্টারের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে, নিজেকে রং মিস্তির পরিচয় দেয়া, সাইদুল ইসলাম নামে আরেক জনের শরীরে অনেক গুলো ইসপ্লিন্টার বিদ্ধ হয়েছে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর সাদরুল চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও  বিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, কে বা কারা কেন চন্ডীতলা এলাকায় শনিবার বিকাল ৪ টার দিকে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে এটা বোঝা যাচ্ছে না, পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে, এখন পরিস্থিতি শান্ত। এই ঘটনায় কেউ থানায় অভিযোগ দায়ের করেনি বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৮-১৬