শিবতলায় বাসের চাপায় স্কুল ছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় সোনামসজিদ মহাসড়কে ৭ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম জাহিদুল ইসলাম। সে শহরের রেহাইচর এলাকার কালুর ছেলে ও ফুলকূঁড়ি ইসলামিক একাডেমির ৭ম শ্রেণীর ছাত্র। এঘটনায় বাসটির চালক শিবগঞ্জ উপজেলার কালুপুরের রেজাউল ইসলামের ছেলে বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। প্রত্যক্ষদর্শী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাযহারুল ইসলাম জানান, বিকেলে বাইসাইকেলে করে পিটিআই মোড় থেকে শিবতলার দিকে যাবার সময় পাবনার আতাইকুলা থেকে শিবগঞ্জের কানসাটগামী কাপড় বোঝাই একটি বাস জাহিদুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় জাহিদুল। পথচারীরা দ্রুত তাকে সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় তাঁকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৬