শিবগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে সবির আলী (২৬) নামে এক সাইকেল মেকার দগ্ধ হয়েছে। দগ্ধ সবির আলীর বাড়ি উত্তর উজিরপুর গ্রামের মৃত রসদুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উজিরপুরের জলবাজারের নিজ সাইকেল মেকারের দোকানে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে সবিরের শরীর দগ্ধ হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানাগেছে, সবিরের শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৭-১৬

,