প্রায় ২ বছর ধরে নিখোঁজ শিবগঞ্জের মেধাবী ছাত্র সুমন রেজা

প্রায় দু’ বছর ধরে নিখোঁজ থাকলেও খোঁজ মেলেনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের আটরশিয়া শুকাপাড়া গ্রামের মেধাবী  ছাত্র সুমনের (২০)। সুমনের পিতার নাম রকিব আলী ও মায়ের নাম শেফালী বেগম।
সুমনের পিতা ও মা জানান, তাদের ছেলে সুমন গত ২১-১০-২০১৪ ইং তারিখে আসরের পর ভাত খেয়ে বিছানায় মোবাইল ফোন রেখে পার্শবতী আটরশিয়া বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ২৬-১০-২০১৪ইং তারিখে শিবগঞ্জ থানায় একটি জিডি করি। সুমন আজ অবধি কোন যোগাযোগ করেনি।
তারা আরও জানায়, সুমন ১৯৯৬ সালে জন্মগ্রহণ করে। আটরশিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ও  ২০১২ সালে আটরশিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাধাকান্তপুর ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে। সে তিন ভাই বোনের মধ্যে বড়।
স্থানীয়রা জানায়, সুমন খুব শান্ত প্রকৃতির ছেলে ছিল ও সে কোন দিন কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। তবে অনেক ছাত্র তার সাথে যোগাযোগ করতো।
তার পিতা রকিব বলেন, ‘আমি অশিক্ষিত লোক তেমন কিছু বুঝি না। হারানো পর কিছুদিন খোঁজ নিয়েছি। এখন আর খোঁজ নিই না। কোথায় আছে তাও জানিনা’।
এদিকে, নিখোঁজ সুমন জঙ্গি সংগঠনে যুক্ত হয়েছে নাকি অন্য ঘটনা ঘটেছে তা নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে তার পরিবারের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৭-০৬-১৭

,