৬১৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নামোচাকপাড়া গ্রাম থেকে ৬১৪ বোতল ফেনসিডিলসহ এক জনকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃত ব্যক্তি ঐ গ্রামের আবুল হোসেনের ছেলে তকির হোসেন(২৪)। শুক্রবার দুপুরে এক অভিযানে ফেনসিডিল সহ তকির হোসেনকে আটক করা হয়।
র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.সহিদার রহমান এর নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৬১৪ বোতল ফেনসিডিলসহ তকির হোসেনকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তকির হোসেন দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ অন্যান্য মাদক ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে বলে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৭-১৬