কালিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম ফুরু (২৬)  নামের এক যুবক নিহত হয়েছে। আজিজুল ওই গ্রামের আমির আলী মন্ডলের ছেলে। রোববার বেলা পৌনে ১১টার দিকে নিজ বাড়ী সংলগ্ন নিজস্ব আসবাবপত্রের কারখানায় বৈদ্যূতিক মেরামতের কাজ করার সময় দূর্ঘটনাটি ঘটে।
সুন্দরপুরের ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান (হবি মাষ্টার) জানান, চাঁপাইনবাবগঞ্জ বারঘরিয়া সরকারী পলিটেকনিক ইনিষ্টিটিউটের পাশ করা ইলেকট্রিক ট্রেডের ছাত্র আজিজুল ছাদে উঠে কারখানার বৈদ্যূতিক সংযোগের তার ক্যাবল টিভি নেটওয়ার্কের তারের উপর দিয়ে পার করার চেষ্টার সময় তা বিদ্যূতের মেইন সরবারাহ লাইনের সাথে জড়িয়ে গেলে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৬-১৬