কয়লাবাড়িতে ট্রাক ও মিশুক থেকে ১ হাজার ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ীতে ১১০০ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক ও একটি মিশুক আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সকাল পৌনে সাতটার দিকে এক অভিযানে এগুলি আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে কয়লাবাড়ীতে শিবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি খালি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি (যশোর ট ১১-০৮১৩) রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশী করে বডিতে বিশেষ কায়দার চেম্বারে লুকানো ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রায় একই সময় ঐ স্থানের কাছেই সোনামসজিদ থেকে আসা একটি মিশুক রাস্তায় পুলিশের তৎপরতা লক্ষ্য করে দাঁড়িয়ে পড়ে ও চালক মিশুক রেখে পালিয়ে যায়। পরে মিশুকটি ( রাজ মেট্রোা ত ০২-৫২) তল্লাশী করে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক ও মিশুক জব্দ করে শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে এবং এব্যাপারে পৃথক দুটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৭-১৬
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে কয়লাবাড়ীতে শিবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি খালি ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি (যশোর ট ১১-০৮১৩) রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশী করে বডিতে বিশেষ কায়দার চেম্বারে লুকানো ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রায় একই সময় ঐ স্থানের কাছেই সোনামসজিদ থেকে আসা একটি মিশুক রাস্তায় পুলিশের তৎপরতা লক্ষ্য করে দাঁড়িয়ে পড়ে ও চালক মিশুক রেখে পালিয়ে যায়। পরে মিশুকটি ( রাজ মেট্রোা ত ০২-৫২) তল্লাশী করে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক ও মিশুক জব্দ করে শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে এবং এব্যাপারে পৃথক দুটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৭-১৬