নারায়নপুর ইউনিয়নের পদ্মারচর এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের পদ্মারচর এলাকা থেকে সোমবার যৌথবাহিনী ২ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া তারাপুর গ্রামের আফসার আলীর ছেলে শরিফুল ইসলাম (২৩) ও একই গ্রামের রইস উদ্দীনের ছেলে আব্দুস সালাম (২৫)।
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান জানান, জঙ্গী, সন্ত্রাসী ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী নারায়নপুরে সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায়। এসময় সীমান্তবর্তী সাতরশিয়া গ্রামের বাবর আলীর বাড়ি থেকে শরিফুল ও সালামকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, শরিফুল ও সালাম চোরাচালানের উদ্দ্যেশে বাবরের বাড়িতে অবস্থান করছিল। অভিযান কালে নারায়নপুরে জঙ্গী সন্ত্রাসীর অস্তিত্ব পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৬
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান জানান, জঙ্গী, সন্ত্রাসী ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী নারায়নপুরে সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায়। এসময় সীমান্তবর্তী সাতরশিয়া গ্রামের বাবর আলীর বাড়ি থেকে শরিফুল ও সালামকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, শরিফুল ও সালাম চোরাচালানের উদ্দ্যেশে বাবরের বাড়িতে অবস্থান করছিল। অভিযান কালে নারায়নপুরে জঙ্গী সন্ত্রাসীর অস্তিত্ব পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৬