নাচোলে যৌন নিপিড়নের দায়ে একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাত বছরের এক শিশুকন্যাকে যৌন নিপিড়নের দায়ে হাবিবুর রহমান হবি (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক হবি’র বাড়ি নাচোল উপজেলার ব্রাম্মন পাড়া গ্রামে। এ ঘটনায় শিশুকন্যার পিতা নাচোল থানায় মামলা করেছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে শিশু কন্যার পিতা বাজার থেকে একটি আনারস কিনে প্রতিবেশী হাবিবুর রহমান হবির হাতে তার বাড়িতে পৌছে দিতে বললে হবি আনারস নিয়ে বাড়িতে গিয়ে কোন লোকজন না থাকায় শিশু কন্যানে যৌন নিপিড়নের চেষ্টা করে। এসময় শিশু কন্যাটি চিৎকার দিলে হবি দৌড় দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শিশু কন্যার পিতা বাদি হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর বিকেলে নাচোল থানার ওসি তদন্ত মাহাতাব উদ্দিন ও এস আই নজরুল ইসলাম অভিযান চালিয়ে নাচোল উপজেলার বাঘরাইল থেকে হাবিবুর রহমান হবিকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৬-০৭-১৬
মামলার অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে শিশু কন্যার পিতা বাজার থেকে একটি আনারস কিনে প্রতিবেশী হাবিবুর রহমান হবির হাতে তার বাড়িতে পৌছে দিতে বললে হবি আনারস নিয়ে বাড়িতে গিয়ে কোন লোকজন না থাকায় শিশু কন্যানে যৌন নিপিড়নের চেষ্টা করে। এসময় শিশু কন্যাটি চিৎকার দিলে হবি দৌড় দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শিশু কন্যার পিতা বাদি হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর বিকেলে নাচোল থানার ওসি তদন্ত মাহাতাব উদ্দিন ও এস আই নজরুল ইসলাম অভিযান চালিয়ে নাচোল উপজেলার বাঘরাইল থেকে হাবিবুর রহমান হবিকে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৬-০৭-১৬