নাচোলে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু’র নাম সায়েরা বেগম (৫০)। সে ফতেপুর ইউনিয়নের গজাল বাড়ি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে, গত শনিবার রাতে খাবার খেয়ে সায়েরা বেগম বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। এসময় সে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে ওঁঝা নিয়ে এসে ঝাড় ফু শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে নাচোল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে সে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৪-০৭-১৬

,