এইডস প্রতিরোধের লক্ষে লাইট হাউসের সচেতনতামূলক সভা
লাইট হাউস, দি গ্লোবাল ফান্ড প্রজক্টের আওতায় লাইট হাউস, চাঁপাইনবাবগঞ্জ নগর ড্রপ-ইন সেন্টারের উদ্যোগে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এইচআইভি/এইডস প্রতিরোধের লক্ষে এক সচেতনতামূলক সভা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা, ধর্মীয়নেতা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, সুশীল সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবদুর রহমান। ড্রপ-ইন সেন্টার ম্যানেজার সালাহ উদ্দীন জুয়েলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন এবং এমওসিএস ডাঃ আবদুল মতিন। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, পৌরসভার কাউন্সিলর এনামূল হক ও মহিলা কাউন্সিলর মোসলেমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় লাইট হাউসের পরিচিতি ও কার্যক্রম এবং বিগত ৩ মাসের অর্জন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও এইচআইভি প্রতিরোধে স্বাস্থ্য সেবাপ্রদানকারী সংস্থা, ধর্মীয়নেতা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, সুশীল সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় এইচআইভি/এইডস ছড়ানোর ক্ষেত্রে ঝুকিপূর্ন জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের বিকল্প পেশার উৎস তৈরী করার আহবান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৬
সভায় লাইট হাউসের পরিচিতি ও কার্যক্রম এবং বিগত ৩ মাসের অর্জন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও এইচআইভি প্রতিরোধে স্বাস্থ্য সেবাপ্রদানকারী সংস্থা, ধর্মীয়নেতা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, সুশীল সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় এইচআইভি/এইডস ছড়ানোর ক্ষেত্রে ঝুকিপূর্ন জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের বিকল্প পেশার উৎস তৈরী করার আহবান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৬