পরিবহন ধর্মঘটে জনগনের ভোগান্তি চরমে

নাটোর রাজশাহী পরিবহন মালিক শ্রমিক দ্বন্দ্বের জের ধরে চলা পরিবহন ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের চরম দূর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।
ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা বাস টার্মিনালে ঢাকাগামী শতাধিক কোচ আটক পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে  রাজশাহী আন্তঃজেলা রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীর ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। রাজশাহী রুটে যাত্রী সাধারণকে অটো রিক্সা, ইজিবাইক ও মিশুকে করে যাতায়াত করতে হচ্ছে। দূরপাল্লার বাস যাত্রীরা যাতায়াত করতে পারছেননা।
এদিকে রফিক নামে এক যাত্রী বলেন, ঢাকা যাওয়া জরুরী। বাসও বন্ধ সাথে ট্রনের টিকিট পাচ্ছিনা। নওগাঁ দিয়ে যাওয়ার চেষ্টা করছি।
চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে জানিয়েছেন, সংকট নিরসনের লক্ষে নাটোরে প্রশাসনের কর্মকর্তাদের পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক বসেছে। তবে, এখনও সমাধানের কোন খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, নাটোর রাজশাহীর দ্বন্দ্ব হলেও তাদের কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী প্রায় ১২৫টি কোচ যাতায়াত করতে পারছেনা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৭-১৬