ফটো সাংবাদিকতায় পদক পেলেন চাঁপাইনবাবগঞ্জের ফারুক

কিংবদন্তী চিত্রনায়িকা ‘কহিনুর আক্তার সুচন্দা শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম আনন্দ বিনোদন স্টার অ্যাওয়ার্ড-২০১৫'  পুরষ্কার লাভ করলেন চাঁপাইনবাবগঞ্জের ফটোসাংবাদিক ফারুক হোসেন। তিনি দৈনিক আজকের সংবাদ পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে কর্মরত। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে।
চলতি সপ্তাহে ঢাকার জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে এ পুরস্কার দেয়া হয়। সংগঠনটির সভাপতি মনিরুল ইসলাম অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
ফটোসাংবাদিক ফারুক হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন দৈনিক পত্রিকায় ফটোসাংবাদিকতা করে আসছেন। তার অ্যাওয়ার্ড পাওয়ায় জেলার সকল সাংবাদিক ও সুশীল সমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ডেস্ক রির্পোট/ ০২-০৬-১৬