শিবগঞ্জে মুক্তিযোদ্ধার বসতভিটা দখলের চেষ্টায় হামলা ও ভাংচুর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে সফিকুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধার বসতভিটা দখলের চেষ্টায় হামলা, ভাংচুর  করার অভিযোগ উঠেছে ‘একটি প্রভাবশালী চক্রের’ বিরুদ্ধে।
বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী ও স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ৪০ বছর আগে বালুটুঙ্গিতে মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম জমি কিনে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। বেশ কিছুদিন থেকে স্থানীয় খাইরুল ইসলাম ঐ জমি তার দাবী করে তা (বসতভিটা) ছাড়ার জন্য হুমকী দিয়ে আসছিল। কিন্তু সফিকুল ওই বসতভিটা না ছাড়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে খাইরুল ইসলাম তার দলবল নিয়ে হামলা চালায় এবং ভাঙচুর করে। এসময়  তারা মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে তার বসতভিটা থেকে উচ্ছেদসহ তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছি’।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০৬-১৬

,