‘চিকিৎসকের কর্মবিরতির প্রতিবাদ’-এর নামে এবার মানববন্ধন করলো হাসপাতালের স্টাফরাই

‘চিকিৎসকদের কর্মবিরতির নামে রোগীদের হয়রানী ও রোগীদের অভিভাবকদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদ’ উল্লেখ করে এবার হাসপাতালের স্টাফরাই মানববন্ধন করলো। রোববার চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে হাসপাতালের নার্স, ব্রাদারসহ ৪র্থ শ্রেনীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসুচি। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা নার্সেস এ্যাসোসিয়েশন কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনসার আলী। বক্তারা বলেন, কর্মবিরতির নামে গত ১৫ দিন ধরে সাধারণ রোগীদের চিকিৎসকরা চিকিৎসা না দেয়ায় হাসপাতালের ব্যবস্থাপনা একেবারে ভেঙ্গে পড়েছে। এ অবস্থায় প্রতিদিন রোগীদের স্বজনদের সাথে চিকিৎসকদের অসৌজন্যমুলক আচরণ বেড়েই চলেছে। এতে কওে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে।
তারা অনতিবিলম্বে এ কর্মবিরতি প্রত্যাহারের দাবী জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৬-১৬