শিবগঞ্জে বিদেশি পিস্তলসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর বাগবাড়ি গ্রাম থেকে রোববার ভোরে র‌্যাব ২ বিদেশী পিস্তল, ১২ রাউন্ড গুলি, ৪ ম্যাগাজিনসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জের ওমরপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে নাসিম রেজা (২১) ও আজমতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে নাজিম হাসান (২২)।
র‌্যাব জানায়, মোবারকপুর বাগবাড়ি এলাকার একটি আম বাগানে অস্ত্রকেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় নাসিম ও নাজিমকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৬-১৬

,