শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট বাজার এলাকা থেকে আবুল কাশেম (৪৫) নামে ৪ বছরের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলো- উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর গ্রামের মৃত লুৎফল হকের ছেলে।
শিবগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক শাহ্ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কানসাট আম বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম বিরুদ্ধে ২০১১ সালের চুরি মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ / ২২-০৬-১৬

,