মহিপুরে বখাটের হামলায় নিহত ছাত্রী কণিকা স্মরণে শোকসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে বখাটে আব্দুল মালেকের হাসুয়ার আঘাতে মর্মান্তিকভাবে নিহত মহিপুর এস এম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কণিকা রানী ঘোষ স্মরণে বুধবার শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মহিপুর এস এম উচ্চ বিদ্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেবীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান আলী, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার, রানীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, নিহত ছাত্রী কনিকার ছোট বোন কাঞ্চনা রানী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  মহিপুর এস এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম।
শোক সভায় ওই ঘটনায় আহত তিন স্কুল ছাত্রী মরিয়ম, তারিন আফরোজ তানজিমার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। সভা শেষে নিহত কণিকার পরিবারকে ৭ হাজার টাকা ও আহত  মরিয়ম, তারিন আফরোজ তানজিমাকে ৫ হাজার টাকা করে মোট ২২হাজার টাকা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৬-১৬