নদী রক্ষা কমিটির সভায় নদীতীরের অবৈধ স্থাপনা ও বালু মহল উচ্ছেদের তাগিত

জাতীয় সম্পদ নদী রক্ষায় নদীর তীরের অবৈধ স্থাপনা, দখল ও মূল নদীর অবৈধ বালু মহল উচ্ছেদ করার উপর গুরুত্বারোপ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নদী রক্ষা কমিটির সভা। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত কমিটির সভায় নদী রক্ষায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণেরও সিদ্ধান্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহার ইসলাম। এতে বক্তব্য রাখেন কমিশনের সদস্য মোহাম্মদ আলাউদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কমিটির সদস্য মইনুদ্দীন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার আফাজ উদ্দীন, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ওয়াসিফ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শহিদুল ইসলাম, কমিটির সদস্য এমরান ফারুক মাসুম, শহীদুল হুদা অলক, শামসুদ্দিন বাবলু ।
সভায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পাগলা নদীর সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এতে নদীর অবৈধ স্থাপনা, বালু মহল উচ্ছেদসহ নদী দূষণরোধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৬-১৬