শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত সফিকুল শিবগঞ্জের চাঁদপুর লহালামারি গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সফিকুল রানীবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে রানীবাড়ি চাঁদপুর এলাকায় একদল দূর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নিহতের পরিবারের অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একই এলাকার ফিটু মেম্বারের লোকজন এ হামলা চালিয়েছে।
নিহত সফিকুলের লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের (বৃহস্পতিবার বিকেল পর্যন্ত) প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি ময়নুল।
কাঠাল গাছ কেটে ফেলায় হামলা আহত ৩
এদিকে , একই সময়  দূলর্ভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় হুমায়ন আলীর কাঁঠাল গাছ কেটে ফেলায় প্রতিবাদ করায় প্রতিবেশী মাসুদ ও আলমসহ একদল  হুমায়নের পরিবারের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হয়। আহতরা হলো দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া হাসানপুর  গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে হুমায়ন আলী (৮০), হুমায়ুনের স্ত্রী রুমালী বেগম (৬০) ও ছেলে নাইমূল হক (৩০)।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০৬-১৬

,