শিবগঞ্জ সীমান্তে ১ হাজার ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি ও চকপাড়া সীমান্তে বিজিবির দুটি অভিযানে ১ হাজার ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ দুই অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টার দিকে তেলকুপি বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে তেলকুপি রাধানগর গ্রামে একটি বাগানের মধ্যে কয়েকটি খড়ের গাদার ভিতর তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অন্যদিকে একই দিনে ভোর সাড়ে ৪টার দিকে চকপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার গোলাম রব্বানীর নেতৃত্বে একটি দল জামতলা নদীর পাড়ে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মামলা হয়েছে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৬-০৬-১৬
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টার দিকে তেলকুপি বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে তেলকুপি রাধানগর গ্রামে একটি বাগানের মধ্যে কয়েকটি খড়ের গাদার ভিতর তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অন্যদিকে একই দিনে ভোর সাড়ে ৪টার দিকে চকপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার গোলাম রব্বানীর নেতৃত্বে একটি দল জামতলা নদীর পাড়ে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মামলা হয়েছে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৬-০৬-১৬