মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের সনদ বিতরণ
সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহিলা সংস্থা আয়োজিত মহিলাদের কম্পিউটর প্রশিক্ষণ প্রকল্পের সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের পাঠানপাড়াস্থ নিজস্ব কার্যালয়ের চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড.ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য শরিফা খাতুন, সংস্থার জেলা কর্মকর্তা পঙ্কজ কুমার সাহা, সহকারী প্রেগ্রামার তাসরীন সুলতানা, প্রশিক্ষক রেহনাজ বন্যা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুটি সেশনে সফলভাবে প্রশিক্ষন গ্রহনকারী ৮০ জনকে সনদ প্রদান করা হয়। এছাড়া গত সেশনে সন্তোষজনক উপস্থিতির জন্য ৭ প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৬-১৬
সোমবার বিকেলে শহরের পাঠানপাড়াস্থ নিজস্ব কার্যালয়ের চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড.ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য শরিফা খাতুন, সংস্থার জেলা কর্মকর্তা পঙ্কজ কুমার সাহা, সহকারী প্রেগ্রামার তাসরীন সুলতানা, প্রশিক্ষক রেহনাজ বন্যা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুটি সেশনে সফলভাবে প্রশিক্ষন গ্রহনকারী ৮০ জনকে সনদ প্রদান করা হয়। এছাড়া গত সেশনে সন্তোষজনক উপস্থিতির জন্য ৭ প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৬-১৬