রহনপুর পৌরসভার উন্মুক্ত বাজেট পেশ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৩১ কোটি ৬৮ লক্ষ ৯০ হাজার ৩’শ ২৫ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে।
রোববার বিকালে পৌর চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট পেশ করেন পৌর মেয়র তারিক আহমদ। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩১ কোটি ৬৮ লক্ষ ৯০ হাজার ৩’শ ২৫ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ৪ কোটি ৬৫ লক্ষ ৪৫ হাজার ৩’শ ২৫ টাকা। উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লক্ষ ৯৫ হাজার টাকা। এ সময় মোট ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৪ লক্ষ ৪৫ হাজার টাকা । উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৩ লক্ষ ৪৫ হাজার টাকা। গত অর্থ বছরের আগত জের ধরা হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৫৩ হাজার ৪’শ ৯৩ টাকা। এছাড়া প্রস্তাবিত বাজেটে সমাপণী স্থিতি থাকবে  ৯১ লক্ষ ৩’শ ২৫ টাকা। বাজেট পেশ অনুষ্ঠানে পৌর নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আনোয়ার হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মুশা মার্চেন্ট, সাজ্জাদ হোসেন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, পৌর সচিব ও সহকারী প্রকৌশলী রওনাক-ই- খোদা প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ২৬-০৬-১৬

,