৪৩ জনরে মাঝে ১ লাখ ২৯ হাজার টাকা সহায়তা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ তাঁর ঐচ্ছিক তহবিল থেকে মঞ্জরিকৃত ১ লাখ ২৯ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।
রোববার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৩ জন গরিব অসহায় মানুষকে আসন্ন ঈদুল ফির উপলক্ষে এই অর্থ সহায়তা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম।
অরপদিকে একই অনুষ্ঠানে সদর উপজেলার চর এলাকার ৫টি ইউনিয়নের ৩৫ জন কৃষকে ১টি করে রিবোনার মেশিন, কাঠের তৈরী হাতুড়ি ও পলিথিন প্রদান করা হয়। পচা পানিতে পাট না পচিয়ে আধুনিক এই রিবোনার, কাঠের হাতুড়ি ও পলিথিন ব্যবহার করে কুষকরা পাট সংগ্রহ করতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৬-১৬
রোববার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৩ জন গরিব অসহায় মানুষকে আসন্ন ঈদুল ফির উপলক্ষে এই অর্থ সহায়তা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম।
অরপদিকে একই অনুষ্ঠানে সদর উপজেলার চর এলাকার ৫টি ইউনিয়নের ৩৫ জন কৃষকে ১টি করে রিবোনার মেশিন, কাঠের তৈরী হাতুড়ি ও পলিথিন প্রদান করা হয়। পচা পানিতে পাট না পচিয়ে আধুনিক এই রিবোনার, কাঠের হাতুড়ি ও পলিথিন ব্যবহার করে কুষকরা পাট সংগ্রহ করতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৬-১৬