স্কুল ছাত্রী কাণিকা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের মহিপুরে স্কুলছাত্রী কণিকা রানী ঘোষকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও ৩ শিক্ষার্থীকে আহত করার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার কমিশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ শাহ জামাল। সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নিহত কণিকা রাণী ঘোষের মা অঞ্জলী রানী ঘোষ, চাচা বিজয় কুমার ঘোষ, আহত স্কুল ছাত্রী মরিয়মের পিতা মকবুল হোসেন, সামাজিক সংগঠক শাহজাহান আলী।
সাংবাদিক সম্মেলনে কণিকা হত্যাকান্ডের সুষ্ঠু বিচার এবং কণিকা পরিবারকে আর্থিক অনুদান প্রদানসহ আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৯টার দিকে গোবরাতলার মহিপুর কলেজ মোড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী কণিকা রানী ঘোষ, তারিন আফরোজ, তানজিমা আক্তার ও মরিময় খাতুনকে এলোপাতাড়িভাবে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে বখাটে ছেলে আব্দুল মালেক। এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় কণিকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৬-১৬