পুরোহিত হত্যার প্রতিবাদে পুজা উদযাপন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন
দেশ ব্যাপি হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান পুরোহিত সেবায়েত মঠ মন্দিরে হামলা ও গুপ্ত হত্যার প্রতিবাদে শনিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পুজা উদযাপন পরিষদেও উপদেষ্টা মোহিত কুমার দাঁ, সভাপতি বাবুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রনব পাল, মহিলা বিষয়ক সম্পাদক রঞ্জনা বর্মন, অধ্যাপক কনক রঞ্জন দাস, কুনাল মুখার্জি, মনোরঞ্জন পাল, অভিষেক সাহা।
সমাবেশে বক্তারা অবিলম্বে গুপ্ত হত্যা বন্ধ, হত্যাকারীদের আইনের আওতায় আনা এবং সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৬-১৬
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পুজা উদযাপন পরিষদেও উপদেষ্টা মোহিত কুমার দাঁ, সভাপতি বাবুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রনব পাল, মহিলা বিষয়ক সম্পাদক রঞ্জনা বর্মন, অধ্যাপক কনক রঞ্জন দাস, কুনাল মুখার্জি, মনোরঞ্জন পাল, অভিষেক সাহা।
সমাবেশে বক্তারা অবিলম্বে গুপ্ত হত্যা বন্ধ, হত্যাকারীদের আইনের আওতায় আনা এবং সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৬-১৬