শিবগঞ্জের তেলকুপি সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও মালিকবিহীন ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায়ও কেউ আটক হয়নি।
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তেলকুপি বিওপি’র একটি টহল দল হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৮০/৬ এস এর কাছে অভিযান চালায়। এ সময় ৩/৪ জন বাংলাদেশী চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে কাটাতাঁরের বেড়ার উপর দিয়ে ভারতীয় চোরাকারবারীদের ছুড়ে মারা ব্যাগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতর থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলির মূল্য ১ লক্ষ ২ দুই হাজার টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-০৬-১৬

,