সাঁওতাল বিদ্রোহের ১৬১তম দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাঁওতাল বিদ্রোহের ১৬১ তম দিবস ও  সিধু কানু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ১টি র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী একাডেমীর সভাপতি যতিন হেমব্রম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মু, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির নাচোল উপজেলা শাখার সভাপতি গোবিন্দ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক স্বপন সাহা, আরডিসির উপজেলা কো-অডিনেটর রাজকুমার মুন্ডা, আদিবাসী মুক্তি মোর্চর জেলা সভাপতি বিশ্বনাথ মাহাতো, দিঘরী পরিষদের রাজা বাবুলাল টপ্পো, আদিবাসী একাডেমীর সহ-সভানেত্রী রঞ্জনা রানী।
এদিকে জাতীয় আদিবাসী পরিষদ নাচোল উপজেলা শাখার উদ্যোগে নাচোল ডাক বাংলো মাঠে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নেতা বিধান শিং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভানেত্রী বিচিত্রা তির্কী, সাধারণ সম্পাদক টুনু পাহান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ৩০-০৬-১৬

,