স্কুল ছাত্রী কণিকা রানী ঘোষ হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে স্কুল ছাত্রী কনিকা রানীর হত্যাকারীর ফাঁসির দাবিতে রোববার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে বিভিন্ন নারী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে ১০ টি নারী সংগঠনের নেতৃবৃন্দ্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা’র সদস্য নুরুন নাহার, সাংস্কৃতিক কর্মী গৌরিচন্দ সিতু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সভাপতি ইয়াসমিন আরা, কল্যানী মহিলা সংস্থার রোখসানা আহমদ, গার্ল গাইডসের শাহনাজ বেগম, নারী উন্নয়ন ফোরামের সায়েমা খাতুন, সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সাইন্স (সিএমইএস) জেনুয়ারা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের হালিমা খাতুন, জেলা যুব মহিলা লীগের সান্তনা হক, চাঁপাইনবাবগঞ্জে গণজাগরণ মঞ্চের রফিক হাসান বাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মার্জিনা হক।
সমাবেশে বক্তারা সমাজের মাদকাসক্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মেধাবী শিক্ষার্থী কণিকা রানী ঘোষ হত্যাকান্ডে মূল অভিযুক্ত বখাটে আব্দুল মালেকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৯টার দিকে গোবরাতলার মহিপুর কলেজ মোড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী কণিকা রানী ঘোষ, তারিন আফরোজ, তানজিমা আক্তার ও মরিময় খাতুনকে এলোপাতাড়িভাবে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে বখাটে ছেলে আব্দুল মালেক। এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় কণিকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৬-১৬
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে বিভিন্ন নারী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে ১০ টি নারী সংগঠনের নেতৃবৃন্দ্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা’র সদস্য নুরুন নাহার, সাংস্কৃতিক কর্মী গৌরিচন্দ সিতু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সভাপতি ইয়াসমিন আরা, কল্যানী মহিলা সংস্থার রোখসানা আহমদ, গার্ল গাইডসের শাহনাজ বেগম, নারী উন্নয়ন ফোরামের সায়েমা খাতুন, সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সাইন্স (সিএমইএস) জেনুয়ারা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের হালিমা খাতুন, জেলা যুব মহিলা লীগের সান্তনা হক, চাঁপাইনবাবগঞ্জে গণজাগরণ মঞ্চের রফিক হাসান বাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মার্জিনা হক।
সমাবেশে বক্তারা সমাজের মাদকাসক্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মেধাবী শিক্ষার্থী কণিকা রানী ঘোষ হত্যাকান্ডে মূল অভিযুক্ত বখাটে আব্দুল মালেকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৯টার দিকে গোবরাতলার মহিপুর কলেজ মোড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী কণিকা রানী ঘোষ, তারিন আফরোজ, তানজিমা আক্তার ও মরিময় খাতুনকে এলোপাতাড়িভাবে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে বখাটে ছেলে আব্দুল মালেক। এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় কণিকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৬-১৬