গোমস্তাপুরে রপ্তানীযোগ্য আম উৎপাদনের আধুনিক কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোববার রপ্তানীযোগ্য আম উৎপাদনের আধুনিক কলাকৌশল এবং আম ও আমজাত পণ্য রপ্তানী সুযোগ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন জামাল মন্ডল। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ শাখা আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় আম ব্যবসায়ী আমিনুল ইসলাম রুনু। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হান্নু।
আম উৎপাদনের কলাকৌশল বিষয়ে আম চাষীদের কাছে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমিরউদ্দিন ও আশরাফুল আলম। এসময় গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুকুরুদ্দিন।
কর্মশালায় ৬০ জন বিভিন্ন স্তরের আম চাষী ও আম ব্যবসায়ী অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৬-১৬

,