শপথ নিলেন শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১৮ ইউপি চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪টি এবং ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করেন। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হচ্ছেন, মনাকষা ইউনিয়নে মির্জা শাহাদাৎ হোসেন খুররম, ঘোড়াপাখিয়া ইউনিয়নে ইসমাইল হোসেন, ধাইনগর ইউনিয়নে আ.ক.ম তাবারিয়া চৌধুরী, চককীর্ত্তি ইউনিয়নে মোফাখারুল ইসলাম, পাঁকা ইউনিয়নে মজিবুর রহমান, শাহবাজপুর ইউনিয়নে প্রভাষক তোজাম্মেল হক, শ্যামপুর ইউনিয়নে খাইরুল ইসলাম, বিনোদপুর ইউনিয়নে এনামুল হক, উজিরপুর ইউনিয়নে ফয়েজ উদ্দিন, নয়ালাভাঙ্গা ইউনিয়নে আলহাজ্ব আশরাফুল হক, ছত্রাজিতপুর ইউনিয়নে শামসুল হোদা, মোবারকপুর ইউনিয়নে তৌহিদুর রহমান, দাইপুখুরিয়া ইউনিয়নে আতিকুল ইসলাম জুয়েল, দূর্লভপুর ইউনিয়নে অধ্যাপক আবদুর রাজিব রাজু।
ভোলাহাট উপজেলার শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হচ্ছেন, ভোলাহাট সদর ইউনিয়নে ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউনিয়নে আব্দুল কাদির, দলদলী ইউনিয়নে মাজহারুল ইসলাম পুতুল ও জামবাড়ীয়া ইউনিয়নে মশফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারকে এবং রাষ্ট্রকে এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সকলে মিলে মিশে কাজ করলেই সফলভাবে উন্নয়ন সম্ভব। মানুষের সেবা করার মনোভাব নিয়ে চেয়ারম্যানগণ নির্বাচিত হয়েছেন, তাই সব সময়ই সাধারন মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন কাজে সহায়তা করবেন বলে তিনি আশা করেন।
উল্লেখ্য, গত ৭মে শিবগগঞ্জ উপজেলার মোট ১৪টি এবং ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৬-১৬

, ,