নাচোলে ফেন্সিডিলসহ ২নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-রাজবাড়ী সড়কের ভূজইল মোড় থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ২ নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে বগুড়া জেলা সদরের গোদার পাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী খাতিজা ওরুফে নিধা (২৫) ও আপেল মাহমুদের স্ত্রী পলি (২৭)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছিরুদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৯টার সময় নাচোল থানার এসআই শহিদুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার নাচোল-রাজবাড়ী সড়কের ভূজইল মোড়ে ভুটভুটি লছিমন থেকে পুলিশ ২ নারীকে আটক করে। এসময় তাদের দেহতল্লাশী করে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে নাচোল থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৪-০৬-১৬

,