অনুষ্ঠিত হল ধুমপান বিরোধী র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ধূমপান বিরোধী সাইকেল র‌্যালি। টিএফকে ও এসিডির সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা বিসিডিপি’র আয়োজনে বুধবার সকালে ধূমপান বিরোধী র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্তরে মানববন্ধনে মিলিত হয়। সাইকেল র‌্যালিতে ধুমপান বিরোধী কোয়ালিশন সদস্য তাজেমুল ইসলাম, বিসিডিপি নির্বাহী পরিচালক আলতাব হোসেন, বিসিডিপি প্রোগ্রাম অফিসার মনোয়ার হোসাইন সহ  ও বিভিন্ন স্কুলের রোভার ও স্কাউটরা অংশগ্রহন করে। কর্মসূচীগুলির মাধ্যমে “তামাকের উপর উচ্চহারে কর বৃদ্ধি চাই , করের টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ চাই ও তামাকপণ্যের  খুচরা মূল্যের উপর স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স চাই” বিষয়ে সরকারের কাছে দাবী জনানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৬