চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন পরিষদের প্রথম উন্নয়ন কাজ শুরু

চাঁপাইনবাগঞ্জ পৌরসভার নতুন পরিষদ দায়িত্ব গ্রহণের পর প্রথম উন্নয়ন কর্মকান্ড শুরু হয়েছে। দীর্ঘদিন পর বুধবার চারটি উন্নয়ন প্রকল্পকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
পৌরসভার ২ নং ওয়ার্ডে সোনালী ব্যাংকের সামনে ড্রেনের কাজ শুরুর মধ্য দিয়ে প্রথম কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মতিউর রহমান ও মোসলেমা বেগম, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ খান খান্না, ফাইজার রহমান কনক প্রমূখ।
বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অধীনে প্রকল্প চারটির মাধ্যে ররেয়ছে ৩নং ওয়ার্ডে শিয়ালা গাবতলায় রাস্তা, ৪নং ওয়ার্ডে দারিয়াপুর ঈদগাহের পাশে ড্রেন ও ৫ নং ওয়ার্ডে উপরাজরামপুরে বিদ্যালয়ের প্রাচীর নির্মান কাজ। এর জন্য ব্যয় হচ্ছে ৬২ লক্ষ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৬