মনাকষায় বিজয়ী হয়েই বিজয় মিছিল নিয়ে হামলা! আহত ২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে নির্বাচিত ইউপি সদস্য ও পরাজিত ইউপি সদস্য প্রার্থী মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বেলা ১১ টায় বিজয় ইউপি সদস্যের বিজয় মিছিল থেকে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা চলানোর ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শুকুর আলীর সমর্থকরা বিজয় মিছিল বের করে। মিছিলটি রানীনগর এলাকায় এসে পরাজিত সদস্য প্রার্থী নুরুল হকের সমর্থকদের বাড়িতে হামলা করলেও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ব্যাপক ইটপাটকে নিক্ষেপের পাশাপাশি ককটেলেও বিষ্ফোরণ ঘটনানো হয়। সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়। এদের মধ্যে ককটেলের আঘাতে আহত রানী নগর গ্রামের ফাইজুদ্দিনের ছেলে মিলন হোসেন (২৬), সামাতুল ইসলামের ছেলে আব্দুল কাইউম (৩৭), আহসান আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫) ও মনসুর আলীর ছেলে ফয়েজ উদ্দীন (৫০)কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মনসুর, রশিদ মাস্টার, সামতুল, তোজেম্মেল, মাহবুবের স্ত্রী মাজেদা বেগম, এজাজুলের স্ত্রী ডলি,  সাদিকুলের স্ত্রী মানুয়ারা ও  আজিজুরের স্ত্রী নাজিরা বেগমসহ অন্যান্যরা বলেন, ‘ মিছিলকারীরা লাঠিসোঠাসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে হামলা করে। হামলার সময় আমরা বাধা দিতে গেলে তারা আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে’। সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম জানান, হামলার ঘটনায় আমারা মামলা প্রস্তুতি নিচ্ছি।
এদিকে বিজয়ী প্রার্থী শুকুরুদ্দিন জানান, সকাল ১০টার আমার সমর্থকর আমাকে নিয়ে বিজয় মিছিল বের করলে পরাজিত প্রার্থী নুরুল ইসলামের সমর্থকরা মিছিলের উপর হামলা করে। এসময় মিজানুর, (১৯) রোশদুল(৩৫), সাকিল (১৪)   মুক্তিযোদ্ধা সহ ৬/৬জন আহত হয়েছে।
উভয় গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় বিকেল পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।
উল্লেখ্য, বিজয়ী ও পরাজিত দু’ সদস্য প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ্
এদিকে, ভোলাহাটের গোহালবাড়িতে রোববার প্রার্থীর বাড়ি ও যুবদল অফিসে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৮-০৫-১৬

,