শ্রেণী কক্ষে ‘নাম ডেকে’ হাজিরা নেয়ার দিন শেষ ❀ হরিমোহনে চালু হয়েছে ‘ডিজিটাল এ্যাটেন্ডেস’
চাঁপাইনবাবগঞ্জ শহরের শতবর্ষের প্রাচীন বিদ্যাপিঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে চালু হয়েছে ‘ডিজিটাল এ্যাটেন্ডেস’ প্রযুক্তি। এর ফলে শ্রেণী কক্ষে ‘হাজিরা বহি’ নিয়ে গিয়ে শ্রেণী শিক্ষকরা ‘নাম ডেকে ডেকে’ যেভাবে শিক্ষার্থী হাজিরা নিতেন তার অবসান ঘটছে। এখন বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের হাজিরা হবে স্বয়ংক্রিয়ভাবেই।
সোমবার দুপুরে বিদ্যায়ল মিলনায়তনে প্রযুক্তি কর্মসুচির আওতায় স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার ও ওয়েব সাইট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ডিজিটাল এ্যাটেন্ডেস’ নামের চালু হওয়া এই প্রযুক্তির ফলে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে হবে। সেই সঙ্গে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকের কাছে মোবাইল ফোনে ক্ষুদেবার্তার ম্যাধ্যমে অনুপস্থিতির বিষয়টি জানানো হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতোমধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিন নম্বর সম্বলিত ডিজিটাল কার্ড সরবরাহ করা হয়েছে। এখন বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা শ্রেনী কক্ষে দিয়ে নির্দিষ্ট যন্ত্রে কার্ডের সংযোগ করলেই উপস্থিতি নিশ্চিত হয়ে যাবে।
তারা জানান, এই প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী অনুপস্থিতির হার বহুলাংশে কমে যাবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৫-১৬
সোমবার দুপুরে বিদ্যায়ল মিলনায়তনে প্রযুক্তি কর্মসুচির আওতায় স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার ও ওয়েব সাইট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ।
অনুষ্ঠানে জানানো হয়, ‘ডিজিটাল এ্যাটেন্ডেস’ নামের চালু হওয়া এই প্রযুক্তির ফলে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে হবে। সেই সঙ্গে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকের কাছে মোবাইল ফোনে ক্ষুদেবার্তার ম্যাধ্যমে অনুপস্থিতির বিষয়টি জানানো হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতোমধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিন নম্বর সম্বলিত ডিজিটাল কার্ড সরবরাহ করা হয়েছে। এখন বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা শ্রেনী কক্ষে দিয়ে নির্দিষ্ট যন্ত্রে কার্ডের সংযোগ করলেই উপস্থিতি নিশ্চিত হয়ে যাবে।
তারা জানান, এই প্রযুক্তি ব্যবহারের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী অনুপস্থিতির হার বহুলাংশে কমে যাবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৫-১৬