বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল আঙ্গারিয়াপাড়া ও মুসরিবোনা প্রাথঃ বিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কমিটি কর্তৃক আয়োজিত হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর শুক্রবারে সমাপনি খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ছেলেদের বিভাগে আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের বিভাগে মুসরিবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছেলেদের বিভাগে আঙ্গারিয়াপাড়া ১-০ গোলে চৌহদ্দিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে অমিত। অন্যদিকে মেয়েদের খেলায় মুসরিবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা ছিল। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে অমিত হাসান (১৫টি), আলিমা ও মাসরুফা যৌথভাবে (৪টি)। শ্রেষ্ঠ খেলোয়ারের পুরস্কার লাভ করে হযরত আলী ও সাকেরা। সুশৃঙ্খল দলের পুরস্কার লাভ করে (ছেলে) আঙ্গারিয়াপাড়া ও (মেয়ে) মুসরিবোনা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান। এসময় কাউন্সিলর আব্দুল বারেক, জাহাঙ্গীর কবীর, মতিউর রহমান, জিয়াউর রহমান আরমান, প্যানেল মেয়র মোসলেমা বেগম মুসি, সংরক্ষিত কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, শিক্ষক জোহরা বেগম, গোলাম আজম, সৈবুর রহমান, আব্দুর রাকিবসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী শিক্ষা অফিসার আল মামুন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৫-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৫-১৬