শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ভেঙ্গে পড়ল বিদ্যুতের পোল


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঝিলিপাড়া এলাকায় শুক্রবার দুপুরে দ্রুতগতির একটি  ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খাম্বা (পোল) ভেঙ্গে পড়ার ঘটনা ঘটেছে।  এতে হতাহতের ঘটনা না ঘটলেও শিবগঞ্জে বিদ্যুৎ ছিল না প্রায় ৫ ঘন্টা।
শিবগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র আবাসিক প্রৌকশলী তাজেমুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড় এলাকায় দুপুর সোয়া ১টার দিকে দ্রুতগতির একটি ট্রাক (বগুড়া ট-০২-০৪০৭) নিয়ন্ত্রন হারিয়ে অপর একটি ট্রাকে ধাক্কা মারার পরপরই আঘাতহানে সড়ক ধারের একটি বিদ্যুতের খাম্বাকে। এতে খাম্বাটি ভেঙ্গে পড়ে এবং ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় রাস্তার দুই ধারে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
তিনি জানান, খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামত কাজ শুরু করে। ওইখানে নুতন খাম্বা স্থাপন ও লাইন সংযোগ পুনঃস্থাপন করা হলে বিকেল ৬টার দিকে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২০-০৫-১৬

,