ইকরা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটের ইকরা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ইকরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। ইকরা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান, ম্যানেজিং কমিটি সভাপতি আমিরুল মোমেনীন জীবন, নামোশংকরবাটী কলেজ অধ্যক্ষ আব্দুল জলিল, শিশু সংগঠক ইসরাইল সেন্টু, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, শিবগঞ্জ মহিলা কলেজের শিক্ষক হাফিজুর রহমান, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল কলেজ শিক্ষক রুহুল আমীন, স্থানীয় শিক্ষানুরাগী মামুনুর রশিদ জেম প্রমূখ।
পরে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,বিদ্যালয়টি পনের বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-১৬