ভোট গ্রহণ শেষে এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা

শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের ১৪৬ এবং ভোলাহাট উপজেলার ৪ ইউনিয়নের ৩৭ টি কেন্দ্রে সকাল ৮ টা ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলা ভোট গ্রহণ শেষে এখন চলছে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা।
আমাদের শিবগঞ্জ প্রতিবেদক ও ভোলাহাট প্রতিবেদক জানিয়েছেন, সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা স্বতস্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
শিবগঞ্জের ১৪ ইউয়িনিয়নের ১৪৬টি কেন্দ্রে ৩ লাখ ৪২ হাজার ৮৩৮ ভোটার এবং ভোলাহাটের ৩৭ কেন্দ্রে ৭১ হাজার ৪৬৭ জন ভোটার ছিলৈন।
নির্বাচনে শিবগঞ্জের ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সাধারণ সদস্য পদে ৫০২ জন এবং সংরক্ষিত আসনের সদস্য পদে ১৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোলাহাটের ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন, সাধারণ সদস্য পদে ১৪৬ জন এবং সংরক্ষিত আসনের সদস্য পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে ভোট নির্বিঘœ করতে এবং নাশকতা এড়াতে প্রশাসেনর পক্ষ থেকে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-১৬

, ,