বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ বাছাই সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ৩১ মে সকাল ৮ থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)র তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৬ অনুষ্ঠিত হয়। যে সকল বিষয়ে খেলোয়াড় নির্বাচন করা হয় তা হলো- আর্চারী- ৫ জন, এ্যাথলেটিকস- ৮ জন, বাস্কেট বল- ৪ জন, ক্রিকেট- ৯৮ জন, ফুটবল- মেয়ে- ২১ জন ও ছেলে- ৫৫ জন, হকি- ১০ জন, জুডো- ছেলে- ৩ জন, মেয়ে- ৭ জন, কারাতে- ৫ জন, শুট্যিং- ১ জন, তায়কোয়ানডো- ২ জন, টেনিস- ৫ জন, ভলিবল- ১ জন, বক্সিং- ১২ জন, সাঁতার- ৫ জন খেলোয়াড় নির্বাচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিকেএসপি’র ক্রিকেটের হেড কোচ মাসুদ হাসান, ক্রিকেট কোচ, মেহেদি হাসান, ভলিবল কোচ রাশিদুল হক খোকন, সাঁতার কোচ সাজেদুর রহমান, তায়কোয়ানডো কোচ হায়াত-উল-আমিন, এ্যাথলেটিকস কোচ মোবারক হোসেন, টেনিস কোচ জাকির হোসেন, ফুটবল কোচ শহীদুল ইসলাম, বাস্কেট বল কোচ শরিফুল ইসলাম এসময় স্থানীয় ক্রিকেট কোচ মশিউর রহমান মিটু, ফুটবল কোচ হুমায়ক কবির লুকু ও শামশুল আলম, বক্সিং কোচ রাজু আহমেদ সহ ক্রীড়ানুরাগী, অভিভাবক, খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ৩১-০৫-১৬