ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের শিবগঞ্জ জোনাল কার্যালয়ের আয়োজনে শিবগঞ্জ ঠিকাদার সমিতির অডিটোরিয়ামে সুধী সমাবেশ ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ এ.জি.এম বদরুদ্দুজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী ডিভিশন ইনচার্জ মুহাম্মদ আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, শিবগঞ্জ পৌরভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ জোনাল অফিসের জেভিপি এন্ড ইনচার্জ জাহিদুর রহমান, বিসি এন্ড ইনচার্জ আবদুল জাব্বার, কানসাট অফিসের ইনচার্জ সাইফুল ইসলামসহ ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের স্থানীয় কর্মকর্তারা।
পরে দুইজন মরনত্তর গ্রাহকের নমিনীর হাতে ১ লাখ ২৭ হাজার টাকার দুটি চেক তুলে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩১-০৫-১৬

,