নাচোলে সন্ত্রাসীদের হামলার শিকার ৪ পরিবার খোলা আকাশের নিচে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের লক্ষণপুর এলাকায় সন্ত্রাসী হামলার শিকার ৪ পরিবার খোলা আকাশের নীচে বসবাস করছে। সন্ত্রাসী হামলায় লুটপাটের শিকার ভূমিহীন এই পরিবারগুলোর সদস্যরা অনাহারে দিন কাটাচ্ছে। অথচ কেউ তাদের কোন খোজ খবর নেয়নি। এদিকে, সন্ত্রাসী হামলায় ৪জন হাসপাতালে ভর্তি থাকলেও ভয়ে মামলা করতেও সাহস পাচ্ছেননা তারা।
সূত্র জানিয়েছে, নাচোল-ভুজইল সড়কের পশ্চিম লক্ষনপুর ব্রীজ সংলগ্ন সরকারী রাস্তার পার্শ্বে ৭টি ভুমিহীন পরিবার বাড়ি  করে বসবাস করছেন প্রায় এক বছর ধরে। তাদের নিজস্ব কোন জায়গা জমি না থাকায় মাথাগোজার ঠাঁই হিসেবে বেছে নেন সরকারী রাস্তার পার্শ্বে এই জমি। জমির পশ্চিম পাশে রয়েছে পানি নিস্কাশনের ক্যানেল এবং ক্যানেলের পশ্চিম পাশে রয়েছে শিবগঞ্জ উপজেলার নয়া-লা ভাংগা গ্রামের মৃত মফিজুদ্দিনের জমি। তার দুই ছেলে নাসিম ও শামীম গত সোমবার দুপুর পৌনে ১২ টার সময় ট্রাক ও ভুটভুটিযোগে প্রায় ৩০/৪০ জন লোক নিয়ে যায় জমির সীমানা ঘেরার সময় ৪টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের জন্য চেষ্টা চালায়। এতে পরিবার গুলো তাদের বাঁধাদেয়। এসময় তারা তাদের উপর লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালায় এঘটনায় ৪টি বাড়ির টিন, বেড়া, টালি ভেঙ্গে তছনছ করে ফেলে।
পরিবারগুলোর অভিযোগ, হামলার সময় বাড়িতে থাকা টাকা পয়সা, চাল-ডাল ও বাড়ির আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
সোমবারের সন্ত্রাসী হামলার পর ভুমিহীন পরিবারগুলোর মাঝে আত্মংক বিরাজ করছে। প্রভাবশালী চক্রের তৎপরতার কারণে তারা মামলাও করতে সাহস করছেন।
এব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সাথে আইনী সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড এর কাছে যাওয়ার পরামর্শ দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৩-০৫-১৬

,